শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বগ্রহণ 

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বগ্রহণ 

বান্দরবান পার্বত্য জেলা পরিষদে নব নিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এবং ১৪ জন সদস্য আনুষ্ঠানিকভাবে যোগদান করে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (১১ নভেম্বর) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হলরুমে এ যোগদান ও দায়িত্বগ্রহণ অনুষ্ঠিত হয়।

এসময় যোগদান পত্রে স্বাক্ষর করার মাধ্যমে চেয়ারম্যান ও সদস্যরা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন এবং পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহর কাছে যোগদানের কপি জমা দেন।

পরে পার্বত্য জেলা পরিষদের ন্যস্ত ২৮টি বিভাগের প্রধান ও উপস্থিত জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং নবাগত যোগদানকৃত সদস্যসহ সুধীজনদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন নবাগত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

এসময় নবাগত সদস্য রাজুময় তঞ্চঙ্গ্যা, ম্যা ম্যা নু, অ্যাড. উবাথোয়াই মার্মা, উম চিং মারমা, খামলাই ম্রো, মং এ চিং চাক, ডা. সানাই প্রু ত্রিপুরা, লাল জারলম বম, নাং ফ্রা খুমী, সাইফুল ইসলাম, মোহাম্মদ নাছির উদ্দিন, মুহাম্মদ আবুল কালাম, অ্যাড. মাধবী মার্মা, খুরশিদা ইসহাক তাদের অভিব্যক্তি প্রকাশ করেন এবং পার্বত্যবাসীর উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

টিএইচ